বধ্যভূমি পশ্চিমবঙ্গ, অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ চাই:বগটুই এর নৃশংস গণহত্যার, প্রতিবাদে আজ দুপুরে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাণী রাসমণি রোড পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন রাজ্য বিরোধী দলনেতা সহ বিজেপি অনন্যা নেতিবৃন্দ রা এই মিছিল ছিলেন. আপনারা দেখছেন রিপোর্টার সুজাতা দে সাথে, ক্যামেরা দেবজিৎ মজুমদার News Bharat 24 hrs. সঙ্গে থাকুন দেখতে থাকুন.