নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বাংলা সিনে জগতের অন্যতম সুপারস্টার তিনি(Dev)। আজকাল তাঁর ছবি মানেই হিট। প্রতিটা ছবিতেই তিনি নিজেকে নতুন করে মেলে ধরছেন। ভাঙছেন, গড়ছেন। নতুন কিছু করে দেখাচ্ছেন। টলিউডে তাঁর প্রভাব কতটা, ফ্যান বেস কেমন সেটা সকলেই জানেন। কিন্তু যেখানে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই বলিউডে পাড়ি দিচ্ছেন, সেখানে একটার পর একটা কাজ করছেন, দেব কখনও তেমন কোনও ডাক পাননি?
উত্তরে বলিউড বাবলকে দেওয়া একটা সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘পেয়েছি।মিথ্যে বলব না আমি কিছু ছবির জন্য ডাক পেয়েছিলাম। আজ আমি তাঁদের কারও নাম নেব না, কিন্তু আমার মনে হয়নি সেই চরিত্রগুলোর জন্য বাংলা ছেড়ে চলে যাওয়া যায়। বা উচিত। সব চরিত্র আমাকে খুশি করতে পারে না। আর সেই চরিত্র করার জন্য আপনাকে খুশি হতে হবে অন্তর থেকে। সেটাকে বাংলায় যা করছি তার মতোই বড় কিছু হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এখানে যা করছি তাতেই খুশি। তার মানে এটা নয় যে আমি নিজেকে সংকীর্ণ একটা গণ্ডিতে আটকে রেখেছি। বা বলিউডে কাজ করতে চাই না।’ দেবের মতে, ‘আপনি যখন ওখানেই অত ভালো কাজ করছেন তখন কেবল মাত্র বলিউডে ডেবিউ করতে চান বলে যা খুশিতে একটা হ্যাঁ বলে দেবেন এটা কাজের কথা নয়। আমি বাংলা ইন্ডাস্ট্রিতে যা অল্প স্বল্প করছি তাতেই ভালো আছি। বড় পুকুরে ছোট মাছ হওয়ার থেকে, ছোট পুকুরে বড় মাছ হওয়া অনেক ভালো।’
বাঘা যতীন মুক্তির আগে বড় তথ্য প্রকাশ্যে আনলেন দেব। জানালেন বলিউড থেকে একাধিক অফার পেয়েও তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে যে কোনও চরিত্রের জন্য শুধু বলিউডে ডেবিউ করব বলে সেটা নিয়ে নেবেন, এমন মানুষ তিনি নন।