নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :’অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’- এর তরফ থেকে বাংলা নববর্ষ ক্যালেন্ডার শুট করলো। বিভিন্ন প্রজেক্টে অভিষেক দত্ত বারংবার নতুন চিন্তাভাবনা এবং কর্মসূচি ধরা পড়েছে দর্শকদের সামনে এবারও তার ব্যতিক্রম হলো না।বাংলা নববর্ষের ক্যালেন্ডারের প্রত্যেকটি পাতায় মাস অনুযায়ী বাংলার প্রত্যেকটা পার্বন ক্যালেন্ডারে থাকবে। অভিষেক দত্তে’র পরিচালনায় এবং শুভ মল্লিকের সহযোগিতায় কলকাতায় আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছিল এমনই এক বাঙালিয়ানায় ভরপুর ফটোশুট।যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন ২৪ জন মডেলরা।প্রতীক মজুমদারের অসাধারণ ফটোগ্রাফি তে এবং অপূর্ব , আদিত্য সাজসজ্জার দায়িত্বে ছিলেন। দেবাশীষ মন্ডলের অসাধারণ ব্রান্ড ব্লসোম কালেকশন এর বাঙালিয়ানা পোশাকে সেজে উঠেছিলেন সমস্ত মডেলরা। কর্ণধার অভিষেক দত্ত জানান খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বাংলা নববর্ষের ক্যালেন্ডার মুক্তি পাবে। ক্যালেন্ডার শুটে অংশগ্রহণকারী মডেলরা হল,সংগ্রাম দাস, তমাল শাসমল, দেবনজান চক্রবর্তী, ভাস্কর সরকার, জয়দীপ রায়, শুভ ধর,সৌরভ মন্ডল, সৌম গুহ, সুমিত বিশ্বাস,ইষা ভট্টাচার্য, সুস্মিতা, বিক্রম প্রমানিক, শুভজিৎ কর্মকার, মৃণ্ময় দে, বিশ্বজিৎ ব্যানার্জী, চিরনজিত বাগ,মলয়, বিশ্বাস সাগর রায়, দীপক কোয়েরি, পিকু দাস, অঙ্কিতা, মনিষা ঘোষ, সূর্য ঘোষ, সুজিত মন্ডল।
অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট-এর পক্ষ থেকে আসতে চলেছে আরো নতুন নতুন চমক।নতুনদের সাথে এবং নতুনদের পাশে স্বপ্ন পূরণ করতে সবসময় অভিষেক পাশে আছেন।নতুন যারা মডেলিং এবং অভিনয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন ৮৯১০৮৯৬৮৫৯ এই নাম্বারে |