বানারহাট ঃ গভীর রাতে আচমকাই জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল একটি দূরপাল্লার পণ্যবাহী লরি, প্রাণে বাঁচলেন বাড়ির মালিক সহ পরিবারের লোকজনেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা এলাকায়। উল্লেখ্য,এই নিয়ে গত ৩ মাসে প্রায় চারটি বড় দুর্ঘটনা ঘটলো গয়েরকাটা এশিয়ান হাইওয়ে ৪৮ চৌপতি এলাকায়। জানাজায়,গতকাল গভীর রাতে একটি পণ্যবাহী লরি বীরপাড়ার দিক থেকে ধূপগুড়ি দিকে যাচ্ছিলো গয়েরকাটা চৌ-পতি এলাকায় দ্রুত গতিতে রাস্তা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে। সেই সময় পাশের ঘরেই মোবাইলে গেম খেলছিলেন দেখছিলেন বাড়ির মালিক শংকর দুবের পুত্র শিবা দুবে, বরাত জোরে প্রাণে বেঁচে যান বলেই জানিয়েছে তিনি। বিকট শব্দে ঘুম ভাঙে আশেপাশের প্রতিবেশী দের, তারা ছুটে আসে ঘটনা স্থলে।