বালি বোঝাই তিনটি গাড়ি আটক করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ।বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে বেআইনি ভাবে ভোর রাতের দিকে কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় ১০,১২,১৪,১৬ চাকার লরিতে বোঝাই হওয়া বালি ঢুকছে।ভোরের আলো ফোটার আগেই সেই বালি সওদা হয়ে যাচ্ছে বিভিন্ন দালালদের মারফত।কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি বালি বোঝাই লড়ি আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য বিষয়ে তিনটি গাড়ির মধ্যে একটি গণবন্টনের সামগ্রী পরিবহনের সাথে যুক্ত।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে