বালুরঘাট ঃ দীর্ঘ করোনাকাল কাটিয়ে এসে এবছর জমজমাট বালুরঘাট এলাকার ঘুঘুডাংগার শতবর্ষ অতিক্রান্ত চাটাকালি মায়ের পুজোর উৎসব। ভক্তের ঢল মেলায়। পাশাপাশি কথিত আছে মায়ের কাছে মানত পুরন হওয়ার জন্য ভক্তজন পাঠা মায়ের কাছে নিবেদন করলে। তা মায়ের কাছে মানত করা পাঠা বলি না দিয়ে ছেড়ে দেওয়া হয় গ্রামে। আর গ্রামের মানুষ সেই পাঠাকে আপন করে নেয়। শুধু আপন করে নেওয়াই নয়, ওই পাঠাটির মৃত্যুর পর তার সৎ কার্য্য করে গ্রামের মানুষজন। এই ভাবেই চলে আসছে শতবর্ষ পুরনো বালুরঘাট ব্লকের ঘুঘুডাঙ্গা এলাকার চাটা কালী মায়ের পুজো। প্রতিবছরের মতো এবছরও হোলির দিন চাটা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে। আর এই পূজা উপলক্ষে ঘুঘুডাঙ্গা এলাকায় বসেছে বিশাল মেলা। জানা গেছে এই পুজো শতবর্ষ পুরনো হলেও বর্তমান যেখানে পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোটি ৩৫ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে অন্যখানে পুজো অনুষ্ঠিত হতো। মায়ের ভক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে গ্রামের মানুষ ফাঁকা মাঠে মায়ের পুজো শুরু করেছেন যাতে সকল ভক্ত মায়ের দর্শন পান।এই পুজো উপলক্ষে মেলা বসেছে সেই মেলা চলবে ৭ দিন। বুধবার সন্ধ্যায় ঘুঘুডাঙ্গা এলাকায় গিয়ে দেখা গেল মহাসমারোহে ভক্তরা এই মেলায় অংশগ্রহণ করছে। কথিত আছে গ্রামের যে সব গরু দুধ দেয় না কিংবা অসুস্থ হয়ে পড়ে, সেই গরুর মালিক এর মায়ের কাছে মানত করলে গরু সুস্থ হয়ে ওঠে। করোনার কারণে বিগত দুবছর ধরে এই পুজো কিছুটা ছোট পরিসরে অনুষ্ঠিত হলেও এবার করোনা প্রকোপ কমাতে মহাসমারোহে আবার শুরু হয়েছে এই পুজো ও পূজা উপলক্ষে মেলা।