বালুরঘাট ঃ *3 দিনের লোক সংস্কৃতি উৎসব শুরু হলো আজ। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে শুক্রবার জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি যাত্রা উৎসব শুভ সূচনা হয়। এইদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলে, দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় সহ অন্যান্যরা।**অনুষ্ঠান প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল বলেন “গ্রাম বাংলার* *লোকসংস্কৃতি কে বাঁচিয়ে রাখা এবং লোকশিল্পী দের প্রতিভা বিকাশের উদ্দেশ্যেই মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই লোক ও সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলায়