বালুরঘাট ( গঙ্গারামপুর):- এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনার পর শুক্রবার রাতে গঙ্গারামপুর থানার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল কিশোরীর পরিবারের সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।কিশোরীর পরিবারের অভিযোগ চলতি মাসের 3 তারিখে রোজা উপলক্ষে রাত্রী তিনটে নাগাদ ঘুম থেকে উঠে বাথরুমে গেলে সেখানেই অভিযুক্ত যুবক কিশোরীকে মুখ -পা বেঁধে ধর্ষণ করে।এরপর কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে। এবং অভিযুক্ত যুবককে আটক করে বলে দাবি।কিশোরীর পরিবারের সদস্যরা আরো বলেন এরপরেই অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা কিশোরীর বাড়িতে চড়াও হয় এবং অভিযুক্ত যুবককে নিয়ে যায়।বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।এদিকে ঘটনার পর আজ শুক্রবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল কিশোরীর পরিবারের সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।