নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রেশন দুর্নীতিতে ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে শুনানি চলাকালীন আদালত কক্ষেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরই জ্যোতিপ্রিয়কে আলিপুর কম্যান্ড হাসপাতালে চিকিৎসা করানোর নির্দেশ দেন বিচারক। চিকিৎসার দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে শনিবার আদালতের দ্বারস্থ হল আলিপুর কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ব্যাঙ্কশাল আদালতে দায়ের করা এক আবেদনে এই দায়িত্ব থেকে মুক্তি চায় তারা। যদিও কম্যান্ড হাসপাতালের আবেদনে সাড়া দেয়নি আদালত।
শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে কম্যান্ড হাসপাতালের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার দায়িত্ব নিতে অক্ষম হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীর কাছে এর কারণ জানতে চান বিচারক। কারণ হিসেবে বিচারককে আইনজীবী জানান, কম্যান্ড হাসপাতালকে গোটা পূর্ব ভারতের সেনাকর্মী ও তাঁদের পরিজনদের চিকিৎসার ভার বহন করতে হয়। তার পর অসামরিক ব্যক্তির চিকিৎসার দায়িত্ব তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। আইনজীবীর এই সওয়াল শুনে বিচারক বলেন, আদালত তার নির্দেশ বদল করতে পারবে না। নির্দেশ বদল করতে হলে অন্য আদালতে যেতে হবে।
বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে কলকাতা বাইপাসের একটি বেসরকারী হাসপাতালে। আদালতের নির্দেশ, বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তাঁর চিকিৎসার দায়িত্ব বর্তাবে কম্যান্ড হাসপাতালের ওপর। সেজন্য ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতালকে মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে।