বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
করোনা পরিস্থিতিতে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে টিকাকরণ পরিষেবা ব্যাহত, লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ ভ্যাকসিন পাচ্ছেন কেউবা পাচ্ছেন না, প্রায়শই সংবাদমাধ্যমের সামনে এমন চিত্র উঠে এসেছে। এমত পরিস্থিতিতে বাদুড়িয়া জেলা হাসপাতালের বিএমওএইচ-এর কাছে রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে নয় দফার লিখিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। হাসপাতালের বিএমওএইচ তাদের দাবি গুলির প্রতি নজর দেওয়া হবে বলেই জানান।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট স্বাস্থ্য জেলার অন্তর্গত বাদুড়িয়া জেলা হাসপাতালে করোনার টিকাকরন প্রক্রিয়া সঠিকভাবে মানা হচ্ছে না এমনটাই অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে উঠে এসেছে বারংবার। কখনও দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকেও অসহায়ের মত বাড়ি ফিরে যেতে হয়েছে ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিদের। কখনও বা শুনতে হয়েছে ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। কোভিড পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে ভ্যাকসিন পরিষেবায় সাধারন মানুষের কথা মাথায় রেখে বাদুড়িয়া রেড ভলেন্টিয়ার্স এক নম্বর এরিয়া কমিটির সদস্য স্বপন রায়-এর উদ্যোগে কয়েকজন সদস্য মিলে এদিন বাদুরিয়া জেলা হাসপাতালের বিএমওএইচ-র কাছে ৯ দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি গুলির মধ্যে ছিল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ধারাবাহিকতা বজায় রেখে টিকাকরন প্রক্রিয়া চালু করতে হবে। হঠাৎ করে বিনা নোটিশে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ করা চলবে না। কোভিড টিকা দেওয়ার সময় কোন রাজনৈতিক দলের বা বিশেষ কোনো প্রভাবশালী ব্যক্তির প্রেরিত কুপন ব্যবহার করা চলবে না। অবিলম্বে বিভিন্ন পেশায় যুক্ত যেমন দোকানদার, হকার, রিকশাচালক ছাড়াও দিন আনা দিন খাওয়া মানুষদের যত দ্রুত সম্ভব টিকাকরণ করতে হবে। এরূপ মোট ৯ দফা দাবি নিয়ে ডেপুটেশন বিএমওএইচ এর কাছে জমা দেওয়া হয়।
ডেপুটেশন জমা দেওয়ার পর স্বপন বাবু বলেন সরকারি নিয়ম অনুযায়ী সর্বসাধারণের ক্ষেত্রে ১৪ দফা সুসম্পন্ন হচ্ছে না, তাই বিএমওএইচ কে বললাম টিকা করন প্রক্রিয়া একেবারে অবাধ করার সুবন্দোবস্ত করতে। বিএমওএইচ সমস্ত শুনে তাঁর সাধ্যমত চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বলেই জানান এদিন তিনি।