নিজস্ব প্রতিনিধি: এবার ভোটের আগেই হালিশহর কোনা কলোনি কবিরাজপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু গুলি উদ্ধার করে শান্তনু দাস ওরফে শানু 32 বছরের যুবকের কাছ থেকে। বীজপুর থানার পুলিশ এর তৎপরতায় গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়ার বড় মস্তান ভূত বাগান এলাকায় থেকে গ্রেপ্তার করে ইতিমধ্যে এই পেছনে আরও কেউ আছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।