নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): প্রায় ২০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতারির পর সল্টলেকের বাড়ি থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকার ESI হাসপাতালে। সেখানে দীর্ঘ সময় স্বাস্থ্যপরীক্ষার পর জ্যোতিপ্রিয়কে নিয়ে ব্যাঙ্কশাল আদালতের উদ্দেশে রওনা দেয় ইডি।
বালুর গ্রেফতারির পর এই প্রথম এ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর পরিবারের কোনও সদস্য। এদিন সকাল ১১টা নাগাদ মন্ত্রীর কন্যা প্রিয়দর্শনীকে নিয়ে ব্যাঙ্কশাল আদালতের উদ্দেশে রওনা দেন জ্যোতিপ্রিয়র দাদা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুললেন ধৃত মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক।
কী বললেন জ্যোতিপ্রিয়র দাদা?
দীর্ঘ ম্যারাথন তল্লাশির সময় জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা ও তাঁর কন্যা প্রিয়দর্শনী মল্লিকও সল্টেলেকের বাড়িতেই ছিলেন। এছাড়াও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন বলে ED সূত্রে জানা গিয়েছে। তাঁদেরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর এখনও অবধি কেউ এই নিয়ে মুখ খোলেননি। অবশেষে ব্যাঙ্কশাল আদালতে এই নিয়ে মুখ খুললেন তাঁর দাদা।
জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের তাঁর দাদা দেবপ্রিয় মল্লিক বলেন, ‘উনি শারীরিকভাবে অসুস্থ। তবে আমরা এখনই কিছুই বলব না। যা বলার আদালতে বলব।’