শিলিগুড়ি ঃ ভাইরাল ভিডিও আচমকা আজ সকালে শিলিগুড়ির সেবক করনেশন ব্রীজে তেলের গাড়িতে বিস্ফোরণ হয়ে আগুন লাগে।যদিও হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। আর এই সেতুর বিস্ফোরনের ছবি স্থানিও মানুষের মোবাইলে ক্যামেরা বন্দি হতেই তা ভাইরাল হয়ে যায় নিমেষে শিলিগুড়ি জুড়ে। ছড়িয়ে পড়ে চঞ্চল্য। অন্য একটি সুত্রে যদিও জানা গেছে সেবক ব্রিজে নাকি কোন সিনেমার সুটিং চলছিল, সেখানেই এই ভয়াবহ বিস্ফোরন হয়।এখনও পর্যন্ত প্রশাসনের তুরফে এই ব্যাপারে মুখ না খোলায় আরও ধোয়াশার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।