HomeStateভারতীয় জনতা পার্টিতে যোগদান করবার সময় দার্জিলিং জেলার মাননীয় সাংসদ ...

ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবার সময় দার্জিলিং জেলার মাননীয় সাংসদ রাজু বিষ্ট এর কাছে দাবি ছিল দার্জিলিং মোড় এর যানজটের সমস্যার সমাধান

spot_img
- Advertisement -
https://youtu.be/sByGvpcom5M

ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবার সময় দার্জিলিং জেলার মাননীয় সাংসদ রাজু বিষ্ট এর কাছে কিছু দাবির রেখেছিলাম আমার শহর শিলিগুড়ি ও উত্তরবঙ্গের জন্য । তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল দার্জিলিং মোড় এর যানজটের সমস্যার সমাধান ।ধন্যবাদ মাননীয় সাংসদ রাজু বিস্ট মহাশয় কে , ধন্যবাদ নীতিন গডকরি সাহেবকে এবং সর্বোপরি ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কে শিলিগুড়ি তথা সামগ্রিক ভাবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের লোকেদের দীর্ঘদিনের চাহিদা মেনে এই সমস্যা সমাধানে বিপুল অর্থ বরাদ্দ করে এই সমস্যা সমাধানের আরেক কদম এগিয়ে দেওয়ার জন্য ।মাননীয় মন্ত্রী নীতিন গডকরি মহাশয় জানিয়েছেন শিব মন্দির থেকে সেবক আর্মি ক্যান্টনমেন্ট পর্যন্ত চার / ছয় লেনের রাস্তা বানানোর জন্য ৯৯৫.০৪ কোটি টাকা বাজেট কে স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ।শিলিগুড়ি বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আরেকবার আমাদের দার্জিলিং জেলার সংসদ শ্রী রাজু বিস্ট মহাশয় কে

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments