নিজস্ব প্রতিনিধি(দেবযানী): টেস্ট ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মাই। বিরাট কোহলীর উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হল তাঁকেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এর পর শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব দেওয়া হল রোহিতকে।দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিরাট কোহলি অকস্মাৎ টেস্ট অধিনায়কয়ত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। সাদা বলের ক্রিকেটের অধিনায়ক রোহিত লড়াইয়ে এগিয়ে থাকলেও কোনও কোনও মহল থেকে ঋষভ পন্থ বা লোকেশ রাহুলের নাম ভাসিয়ে দেওয়া হচ্ছিল। অধিনায়ক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বুমরাহ বা মহম্মদ শামির মতো তারকারাও। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে লোকেশ রাহুলের অধিনায়কত্ব দেখে হতাশ হয়েছেন সমর্থকরা। নির্বাচকরাও মনে করছেন, জাতীয় দলের নেতৃত্ব দিতে হলে আরও কিছুটা সময় দিতে হবে রাহুলকে। পন্থ, শামিদের কথাও এখনই ভাবা হচ্ছে না।রোহিতকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দীর্ঘ দিনের ব্যর্থতার জেরে ভারতীয় দল থেকে বাদ পড়লেন অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে গিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে বুমরাহর নাম। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন সুযোগ পেলেও সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষার পাশ করতে হবে তাঁকে।ভারতীয় টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কে এস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।