মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি এক ছাত্র। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাইটারের সাহায্যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ওই ছাত্র। জানা গিয়েছে, পাটাগোড়া হাই স্কুলের ছাত্র জামালউদ্দিন বুধবার পরীক্ষা দিতে ইসলামপুর গার্লস হাই স্কুলে আসছিল। তার বাড়ি ইসলামপুর থানার খুন্তি এলাকায়। পরীক্ষা কেন্দ্রে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে জামালউদ্দিন। এরপর আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক ভাবে সুস্থ থাকলেও তার লিখতে সমস্যা ছিল। প্রশাসনিক কর্মকর্তারা তার জন্য রাইটারের ব্যবস্থা করেদেন। ফলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইটারের সাহায্যে পরীক্ষা দিচ্ছেন জামালউদ্দিন। পাশাপাশি চোপড়া থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা নূর আলম এবং ইসলামপুর থানার ডিমরুল্লা এলাকার বাসিন্দা ফিদা মোহাম্মদও শারীরিক সমস্যার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশি নজরদারিতে পরীক্ষা দিচ্ছেন।