মালদা ঃ মানিকচক থানার নারায়নপুর কলোনী এলাকায় সাড়ে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য।অভিযোগের তীর স্থানীয় নাবালকের বিরুদ্ধে।ইতিমধ্যে রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।জানাগেছে গত ২৭ মার্চ দুপুর নাগাদ খেলার সময় জোর পূর্বক তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।পরে সেখান থেকে পালিয়ে আসে নাবালক।বেশকিছুক্ষণ পরে মেয়েকে এলাকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে একটি ফাঁকা জায়গায় তাকে পায় তার মা।পরবর্তীতে মেয়েকে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সম্পূর্ণ ঘটনা জানায় শিশুকন্যা।বাড়িতে স্বামী না থাকায় ও লোকলজ্জার ভয়ে আজ সকালবেলা প্রতিবেশী মহিলার সহযোগিতায় অভিযোগ করা হয়েছে মানিকচক থানাতে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত অষ্টম শ্রেণীর ঐ ছাত্রকে আজ সকালেই গ্রেফতার করেছে। আর শিশু কন্যাটিকে মেডিকেল পরীক্ষার জন্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।