HomeNewsমানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর তাইতো "পুরুষকথা"

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর তাইতো “পুরুষকথা”

spot_img
- Advertisement -
https://youtu.be/NmvCu14lpd0

2017 সালে গঠন করা হয়েছে এই পুরুষকথা সংস্থাটি এই পুরুষকথা সংস্থাটি অসহায় পুরুষের সাথে এবং অসহায় নারীদের সাথে এবং সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের পাশে, এই পুরুষকথা অসহায় মানুষের পাশে আছে এমনটাই প্রতিজ্ঞাবদ্ধএই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল ।ভুল সব ই ভুল ।অতীতের কিছু কিছু ভুল আজ ও পীড়া দেয় আমাকে ।যখন সব বন্ধু বান্ধব দের বিয়ে করতে দেখে মনে হয়েছিল বিয়েতে সর্ব্বসুখ বোধহয় জীবন হবে ধন্য ।বিয়ের যখন ঠিক হলোকতো স্বপ্ন দেখে ছিলাম মনে মনে ।বিয়ের পরে প্রথম প্রথম খুব আনন্দে কেটেছিল কিছু দিন ।বছর খানেক পরে ই মোহ কেটে গিয়েছিল ।ধীরে ধীরে বুঝতে পারছিলাম কতো বড়ো ভুল হয়ে গেছে জীবনে চলার পথে ।বিয়ের আগে বেশ তো ছিলামভালো ই বাপের বাড়িতে ।কেন যে ছাই শখ করে বিয়েকরতে গেলাম ।সেই ভুল টাই এখন ওবয়ে চলেছি জীবনে চলার পথে ।আর একটা ভুল করে ফেলেছি আমি বোকার মতন ।সংসারের সবার ছল চাতুরি বুঝতে পারি নি সরলতার জন্য ।বিয়ে করে অনেকেই তো সুখে শান্তিতে আছে ।বিয়ে করা অন্যায় নয় বিয়ের পরে বুদ্ধির অভাবে সংসার জীবন টা শেষ হয়ে গেছে আমার ।যদি কিছু টা বুদ্ধি করে চলতে পারতাম সংসার জীবনে ।আজকে শুধুই আবশোষ করা ছাড়া কিছুই করার নেই ।ভুল করে ভুল করে ফেলেছিবলার কোনো মানে নেই ।কিছু কিছু ভুলের সংশোধন হয় না কোনো দিন ও ।শুধু পীড়া দেয় সারা জীবনে চলার পথে ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments