মোটর বাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে মারনাই এলাকায় মর্মান্তিক পথ দূর্ঘটনার জেরে মৃত্যু হল এক ষাট উর্ধ ব্যাক্তির। সোমবার বিকেলে এমনি ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোর পেট্রোল পম্প এলাকায় ১২ নং জাতীয় সড়কের ধারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মালদার দিক থেকে রায়গঞ্জ মুখে যাওয়ার সময় মারনাই মোর প্রট্রোল পাম্পের সামনের কংক্রিটের ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে ছিটকে পরেন। ঘটনার জেরে মোটর বাইকটি দুমরে মুচরে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা আনসারুল হক সহ অন্যান্যরা তাকে উদ্ধার করে তরিহরি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে ইটাহার গ্রামীণ হাসপাতাল সহ মারনাই এলাকায় ঘটনাস্থলে যায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দূর্ঘটনা গ্রস্থ মোটর বাইকটি ইটাহার থানায় নিয়ে এসেছে পুলিশ। মৃত ব্যাক্তির ব্যাগে থাকা নথী থেকে পুলিশ জানতে পারে, মৃত মোটর বাইক আরোহীর নাম স্বপন কুমার বিশ্বাস(৬১)। তার বাড়ি নদীয়া জেলার চাঁকদা থানার পূর্ব বিষ্ণুপুর এলাকায়। তিনি বিএসএনএল অফিসের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তার ঠিকানা জানতে পেরে বিষটি ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনকে জানালে। তিনি চাঁকদার বিধায়কের সাথে যোগাযোগ করে মৃতের পরিবারে সদস্যদের বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে আরো জানাযায়, মৃত স্বপন কুমার বিশ্বাস কোলকাতা থেকে মোটর বাইক নিয়ে জলপাইগুড়ি মেয়ের বাড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। দূর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা রায়গঞ্জ জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন