HomeStateরাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে কাবু...

রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে কাবু করতে হলো বনকর্মীদের, জলপাইগুড়ি

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক সুজাতা দে ): রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে কাবু করতে হলো বনকর্মীদের, জলপাইগুড়ি প্রান্তি ব্লকের উত্তর খাল পাড়ার ঘটনা, জানা গিয়েছে রাত দশটা নাগাদ স্থানীয় বাসিন্দা অমল রায় ও তার পরিবারের সকল সদস্যরা একসাথে সবাই রাতে খাওয়া-দাওয়া শেষ করে উঠে ছিলেন, সেই সময় বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে সদর দরজা দিয়ে ঢুকে পড়ে মাঝ বয়সি চিতাবাঘ টি, ঘর ছেড়ে বেরিয়ে এসে আতঙ্কে চিৎকার শুরু করে দেন ওই বাড়ির লোকজন, প্রচুর মানুষ জড়ো হয়ে যায় চিৎকারে, এদিকে বেগতিক দেখে চিতাবাঘ টি ঘরের খাটের নিচে আশ্রয় নেয়, বাইরে থেকে শিকল তুলে দরজা বন্ধ করে দেন অমলবাবু, এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে, মালাবাজার ওয়াইল্ড স্কোয়ার থেকে বনকর্মীরা আসেন ঘটনাস্থলে, দীর্ঘ ক্ষণের চেষ্টায় ঘরের টিন ফুটো করে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, চিতাবাঘ টি অচৈতন্য হয়ে পড়লে জাল দিয়ে ঘিরে তাকে উদ্ধার করে, গোরুমারা জাতীয় উদ্যানের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে পুনরায় গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, প্রাথমিক অনুমান করা হচ্ছে, পাশের চা বাগান থেকেই চিতাবাঘ টি ঢুকে পড়েছিল ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments