প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বড় মন্তব্য করলেন। বুধবার BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তৃতা রাখেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, কোনও আন্তর্জাতিক চাপের সামনে মাথানত করে না ভারত।শুধুমাত্র জাতীয় স্বার্থে আমরা সিদ্ধান্ত নিই। গোটা পৃথিবী ভাগ হয়ে গেলেও জাতীয় স্বার্থে নিরপেক্ষ ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ সামনে রেখে বলেন, গোটা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়েছে।ভারত এই মুহূর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এখানেই শেষ নয়, এদিন প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, এই বছরের প্রতিষ্ঠা দিবস তিনটি কারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রথমত, আমরা ৭৫তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। ফলে দিনটি সমস্ত কর্মীদের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়ত, বিশ্বে পরিস্থিতি দিন প্রতিদিন বদলে যাচ্ছে, তৃতীয়ত, ভারতের জন্য বিশ্বদরবারে সম্ভাবনা তৈরি হচ্ছে।