HomeNewsরেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে মাজদিয়া কৃষ্ণগঞ্জ দুর্গাপুর অঞ্চল শিশু কেন্দ্রীয়...

রেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে মাজদিয়া কৃষ্ণগঞ্জ দুর্গাপুর অঞ্চল শিশু কেন্দ্রীয় স্কুলে 100 পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী টিফিন সহ জলের বোতল এবং বৃদ্ধদের শাড়ি প্রদান করা হলো

spot_img
- Advertisement -
https://youtu.be/VKZaurF4fzM

রেনুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে মাজদিয়া কৃষ্ণগঞ্জ দুর্গাপুর অঞ্চল শিশু কেন্দ্রীয় স্কুলে 100 পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী টিফিন সহ জলের বোতল এবং বৃদ্ধদের শাড়ি প্রদান করা হলো, আজকের এই কর্মসূচিতে রেনুকা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি অরূপ দে তপাদার, সেক্রেটারি শ্রীমতি নিশা রায়, সহ-সভাপতি শুভ্র রায় চৌধুরী সহ অঞ্জলি দেবনাথ, শিপ্রা হালদার, তন্দ্রানী সিনহা, তনময় সিনহা সরজিত পোদ্দার প্রত্যেকে তাদের হাত দিয়ে শিক্ষা সামগ্রী যাবতীয় জিনিসপত্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় এই মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল শিশু কেন্দ্রীয় বিদ্যালয় সমস্ত শিক্ষিকারা এগিয়ে এসেছিলেন দুর্গাপুর অঞ্চলের বিশিষ্টজনেরা, এই কর্মযজ্ঞ অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি, মাননীয় বি, মুখার্জি মহাশয় প্রফেসার মাননীয় অঙ্কিন মজুমদার মহাশয় অত্যন্ত ব্যস্ততার মধ্য থেকেও তারা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং নিজেদের কর্তব্য বলেও বক্তব্যের মধ্যে তারা জানান এবং তাদের হাত দিয়ে শিক্ষাসামগ্রী ও শাড়ি তুলে দেয়া হয়,সমস্ত অতিথিবর্গ দের ট্রাস্টের পক্ষ থেকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। ছোট ছোট খুদে পড়ুয়ারা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি পালন করা হয়। এবং কৃষ্ণগঞ্জ ব্রাঞ্চ কমিটি আজ উদ্বোধন করা হয় যার সভাপতি নাম ঘোষণা করেন এবং ট্রাস্টেরপক্ষ থেকে অ্যাপার্টমেন্ট লেটারহাতে তুলে দেওয়া হয় ব্রাঞ্চ সভাপতি সুভাষ পোদ্দারের হাতে। ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে ওই অঞ্চলেরবহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছায় সদস্য পদ গ্রহণ করেন অফিশিয়ালি মেম্বারশিপ ফরম এর মাধ্যমে। আজকের এই মহান কর্মযজ্ঞঅনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments