HomeKolkataলেখনী সাহিত্য'চর্চা এর বাৎসরিক অনুষ্ঠান

লেখনী সাহিত্য’চর্চা এর বাৎসরিক অনুষ্ঠান

spot_img
- Advertisement -

বিশেষ প্রতিবেদক, কলকাতা: গত রবিবার ২৪ শে ডিসেম্বর কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে লেখনী সাহিত্য’চর্চা কেন্দ্র তথা লেখনী প্রকাশনের উদ্যোগে পরমাণু সম্মেলন ও মহামিলন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত তিনশতাধিক কবি সাহিত্যিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক শুকুর আলী মল্লিক, শ‍্যামল চক্রবর্তী, তরুণ কুমার সরকার, সৌমেন কুমার চৌধুরী, নুপূর আঢ‍্য, পরিবারের সম্পাদক রঞ্জিৎ কুমার পড়িয়া, সহ সম্পাদক- অনিমেশ বিশ্বাস, সহ সভাপতি – শুভেন্দু দিন্ডা ও কৃষ্ণেন্দু হাইত, উপদেষ্টা – প্রবীর চক্রবর্তী, প্রদ‍্যুৎ হালদার গ্রুপ মডারেটর অনিতা পড়িয়া প্রমূখ।

পরিবারের যৌথ সংকলন “সূর্য তোরণ” ও পঁচিশ শব্দের পরমাণু সংকলন ছাড়াও দশজন কবির একক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

লেখনী সাহিত্য’চর্চা তথা লেখনী প্রকাশনের কর্ণধার পরমাণু গল্পের স্রষ্টা শ্রদ্ধেয় রঞ্জিৎ কুমার পড়িয়া মহাশয়ের এই মহোতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শুধুমাত্র কবি, সাহিত‍্যিকদের না সঙ্গে সঙ্গে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিকার নানান প্রতিভাবানদের উৎসাহিত করবার জন‍্য তাঁদের সম্মান স্মারক ও মেমেন্টো, ব‍্যাচ, পুষ্পস্তবক, উত্তরীয়, দিয়ে সম্মানিত করা হয়। একক কাব‍্যগ্রন্থের জন‍্য বাসুদেব বাগ স্মৃতি পুরস্কার, সেরা কবি স্বর্গীয়া ননীবালা পড়িয়া স্মৃতি পুরস্কার, স্বর্গীয়া মালতী মন্ডল স্মৃতি সম্মান, ‘লেখনী সম্মাননা’ এবং ‘কলম রত্ন সম্মাননা’
এছাড়াও প্রায় দুই শতাধিক সম্মাননায় প্রিয় সাহিত‍্যিক তথা প্রিয় গুণী জনদের সম্মান জানানো হয়।
কলকাতার বুকে এ এক নজির সৃষ্টিকারী মহামিলন উৎসব।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments