HomeNewsশিলিগুড়ি ঃ এমনিতেই তিনদিকে নেপাল, ভূটান, বাংলাদেশ ও চিনের মত...

শিলিগুড়ি ঃ এমনিতেই তিনদিকে নেপাল, ভূটান, বাংলাদেশ ও চিনের মত আন্তর্জাতিক সীমান্ত থাকার দরুন যোগাযোগের ক্ষেত্রে উত্তরবংগের শিলিগুড়িকে প্রতিরক্ষার সুরক্ষার দিক দিয়ে ” চিকেন নেক ” বলা হয়

spot_img
- Advertisement -
https://youtu.be/ExS_rg4CQ88

শিলিগুড়ি ঃ এমনিতেই তিনদিকে নেপাল, ভূটান, বাংলাদেশ ও চিনের মত আন্তর্জাতিক সীমান্ত থাকার দরুন যোগাযোগের ক্ষেত্রে উত্তরবংগের শিলিগুড়িকে প্রতিরক্ষার সুরক্ষার দিক দিয়ে ” চিকেন নেক ” বলা হয়। এবার সেই গুরুত্বপুর্ন বিষয়ের দিকে লক্ষ রেখে ভারতীয় সেনাবাহিনী স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরে বায়ুবাহিত মহড়া পরিচালনা করল।ভারতীয় সেনাবাহিনীর এয়ারবর্ন র‍্যাপিড রেসপন্স টিমের প্রায় 600 জন প্যারাট্রুপার বিভিন্ন এয়ারবেস থেকে এয়ারলিফ্ট করার পর 24 এবং 25 মার্চ শিলিগুড়ি করিডোরের কাছে একটি এয়ারবর্ন এক্সারসাইজে বড় আকারের ড্রপ চালিয়েছিল। অনুশীলনে উন্নত ফ্রি-ফল কৌশল জড়িত; সন্নিবেশ, নজরদারি এবং টার্গেটিং অনুশীলন এবং শত্রু লাইনের পিছনে গিয়ে মূল উদ্দেশ্যগুলি দখল।প্যারাট্রুপারদের এসব অনুশীলন মুগদ্ধ হয়ে দেখল শিলিগুড়ি বাসি

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments