শিশুমনে আনন্দ ফিরিয়ে আনতে একদিন আগেই বসস্ত উৎসব আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন সিংতোর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে।বৃহস্পতিবার নানা রঙ নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গনে পড়ুয়াদের নিয়ে বসস্ত উৎসবে মাতলো শিক্ষক ও শিক্ষিকারা।এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে শিশুদের মনের এক ঘেয়ামি বন্দিদশালা কার্যত শিকল ছেড়া আনন্দের যেন রুপ নিল।এদিন বসন্ত উৎসবে শামিল হতে দেখা গিয়েছে বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের।বিদ্যালয়ের উদ্যোগে খুশি অভিভাবকেরাও।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোমকেশ রায় বলেন,গত দুই বছরে ওদের যে মানসিক অবস্থা খারাপ হয়েছিল আস্তে মহামারির কারণে সব কিছু উৎসব অনুষ্ঠান বন্ধ ছিল,শিশুরা কোনও উৎসব অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারেনি।শিশুরা প্রায় দুই বছর ধরে গৃহবন্দি।যেহুতু ১৮ তারিখে বিদ্যালয় বন্ধ থাকছে সেই কারণে আমরা আগেই বসন্ত উদযাপন করছি।এই বসন্ত উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ