দার্জিলিং ঃ শৈল্য শহর দার্জিলিং এ পরিবার নিয়ে ছুটি কাটাতে অভিনেতা গোবিন্দা। মুম্বাইয়ের কাছে উটি গোয়া ছেড়ে ছুটি কাটাতে দার্জিলিং আসা নিয়ে গোবিন্দা জানিয়েছেন একে তো এখানকার মানুষজন ভীষন ভাল। তার উপর দার্জিলিং এর নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য্য যা আমায় ভীষন ভাবে আকৃষ্ট করে। সেজন্যই তো এখানে বাড়ি ও রয়েছে আমার নিজের। সুযোগ পেলেই তাই দার্জিলিং এ চলে এসে কাটিয়ে যাই বেশ কয়েকদিন। যদিও এবার চারদিনের বেশি থাকতে পারছি না কাজের চাপ থাকায়। তবুও এই চারদিন পরিবার নিয়ে দার্জিলিং এর প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করব চুটিয়ে।