নিজস্ব সংবাদদাতা সম্পা :ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত শ্রী দাস পরিচালিত বাংলা মিউজিক ভিডিও এলবাম “নেই কাছে তুই ”
প্রতিক কর্মকারের সঙ্গীত পরিচালনা করেছেন এবং গান গেয়েছেন প্রতিক কর্মকার ও অন্ষেষা দত্ত।অভিনয় অভিষেক দত্ত ও রুপা নন্দী, চিত্রগ্রহণ -চন্দন দেবনাথ সম্পাদনা -বিশাল বিশ্বাস রূপসজ্জায় -তারা।
শ্রীদাস একের পর এক নবীন ও প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে খুব সুন্দর কনসেপ্ট-এর ওপর মিউজিক ভিডিও এ্যালবাম প্রকাশ করে চলেছে এবং তাঁর বন্ধু প্রতীকের সহযোগিতা নিয়ে সুমধুর সংগীত অ্যালবাম প্রকাশ করে চলেছে।পরিচালক শ্রীদাসের কথায়, তারা নতুন সৃষ্টি করতে পছন্দ করে। পুরনো দিনের গান বা কোনো সঙ্গীত শিল্পীর গান, কোন সিনেমার গান প্রকাশ হয়ে যাওয়ার পর অন্যান্য মিউজিক ভিডিও পরিচালক যারা আছে তারা ওই গানের ওপরে ভিডিও শুট করে।শ্রীদাসের কথায়,আমি নিজে সৃষ্টিশীল মানুষ তাই সব সময় সৃষ্টির মধ্যে থাকতে চাই, যে সংগীত শিল্পী বা সংগীত পরিচালক তাঁর প্রতিভা দেখিয়েছে আমি তাঁর প্রতিভা নিয়ে কেন কাজ করব, আমি আমার মতো করে কাজ করতে চাই। পরবর্তী সময়ে আরো বেশ কিছু ঝলক আছে বলে জানালেন পরিচালক। ‘নেই কাছে তুই’ গানটি খুব শিগগিরই কলকাতার মেট্রো চ্যানেলে অথবা বিভিন্ন নেটওয়ার্ক এ মুক্তি পেতে চলেছে।