নিজস্ব প্রতিনিধি(রজত রায়): গত বছরের শেষের দিকে রেশন দুর্নীতির মামলার তল খুঁজতে উঠে পড়ে লেগেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে রাতারাতি ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।
তার আগেই গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। সেখান থেকেই উঠে আসে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য।
বালু-বাকিবুর জুটির হাত ধরেই দুর্নীতির আরও গভীরে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অবশ্য তার খেসারতও দিতে হয়েছে বৈকি! গতকাল তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন খোদ ইডি আধিকারিকরাই। গুরুতর জখম হন তিন অফিসার। একজনের মাথায় ৬টি সেলাই পড়েছে বলে খবর। আর এবার সেই ঘটনা নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এইদিন এক সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সংবাদ মাধ্যম বলছে, ১০ হাজার টাকার রেশন কেলেঙ্কারি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে।’ সেই সাথে শাহজাহান শেখকে নিয়ে তিনি বলেন, ‘দেশদ্রোহী শাহজাহান শেখ কোথায় পালাবে? গেছে বাংলাদেশের বরিশালে। আপনার সঙ্গে জুনায়েদ খান আছে। আরে যেখানেই থাকুন, মাটির নিচে থাকলেও নরেন্দ্র মোদীর এজেন্সি আপনাকে খুঁজে বের করবে। বাঁচার কোনও রাস্তা নেই।’