২৭ ডিসেম্বর সলমান ৫৬ বছরে পা দিলেন (Salman Khan)। কিন্তু তাঁর চেহারা ও ফিটনেস দেখলে কখনওই তা মনে হয় না। শনিবার পানভেলের ফার্মহাউজে সাপের কামড়ে খেয়েছিলেন সলমান। তার পরেই ভক্তদের মধ্যে উন্মাদনা পড়ে গিয়েছিল। জন্মদিনের আগে এমন খবরে স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েছিলেন ভক্তরা। কিন্তু রবিবার রাতে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন সলমান খান (Salman Khan)।
জন্মদিন উপলক্ষে তিনি নিজের প্যানভেল ফার্মহাউসে ভাগ্নি ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটেছেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।বলিউড সুপার স্টারের এবারের জন্মদিন বড়সড় আয়োজনে উদযাপনের প্রস্তুতি ছিল। কিন্তু জন্মদিনের আগের দিন সালমানকে সাপে কেটেছে। এ কারণে আয়োজনে কাটছাট করা হয়েছে।সালমান শঙ্কামুক্ত জেনে তার জন্মদিন একেবারে পানসে হতে দেননি তার ভাগ্নি আয়াত। সালমানের বোন অর্পিতা খানের মেয়ে আয়াত তার ঘনিষ্ট বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রোববার রাতে কেক কাটার আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বলিউড ভাইজান আয়াতকে নিয়ে কেট কাটছেন। এ সময় পাপারাজ্জিরা সালমানকে ঘিরে ধরে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়।