নিজস্ব প্রতিনিধি সম্পা,বৈঁচি: ২৮শে এপ্রিল পূর্ব বর্ধমানের বৈঁচি পৌঁছে গেলো “বন্ধু মিলন কল্যাণ কমিটি”।
সারা বাংলা জুড়ে গৃহবধূ মহিলাদের ভরসার প্রতীক হয়ে উঠছে এই সংস্থা। ঘরে বসে কুটির শিল্প করে বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়ে মহিলাদের রোজগারের সুযোগ করে দিচ্ছে “বন্ধু মিলন কল্যাণ কমিটি”। ঘরে বসে ৫হাজার থেকে ১০হাজার টাকা ইনকাম করার পথ দেখিয়েছে এই সংস্থা।
আজ বৈঁচি গিয়ে এই সংস্থার কর্ণধার বাবলু সামন্ত প্রায় ৫০০০ হাজারের ওপরে মহিলাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিলেন। বিভিন্ন শুকনো খাবার যেমন ডাল, কাজু , কিসমিস, মশলা সহ ৬৭ রকম খাবার কিভাবে প্যাকিং করতে হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়। বিগত ১৪ বছর ধরে হাজার হাজার মহিলা এই কাজের মাধ্যমে নিজদের সাবলম্বী করতে পেরেছে বলে জানান সংস্থার কর্ণধার বাবলু সামন্ত। এমন উদ্যোগকে প্রত্যন্ত অঞ্চলে থাকা হাজার হাজার পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েছে। মহিলারাও পরিবারে আর্থিক সাহায্য করে নিজেরা আজ অনেক এগিয়ে, বলছে “আমরা নারী “আমরাও পারি, আমরা আজ পিছিয়ে নেই।