স্বেচ্ছাসেবী সংগঠন বাপুর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত মুর্শিদাবাদ ও বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিরাট Rally অনুষ্ঠিত হলো বহরমপুরে। ১৬ই অক্টোবর সোমবার বিকেলে বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান থেকে এই র্যালি শুরু হয় এবং শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই সমাজ সচেতনতামূলক র্যালিতে প্রশাসনিক আধিকারিকেরা ও অংশ নেন। বাল্যবিবাহে রাজ্যে মুর্শিদাবাদের অবস্থান এখনো উপরের সারিতে। যদিও কন্যাশ্রী , পুলিশের নজরদারি ও প্রশাসনের লাগাতার প্রচারে চিত্রটা আগের থেকে বদলেছে। তবে বাল্যবিবাহের মতো জ্বলন্ত সমস্যা, এখনো দূর হয়নি। এখনো কান পাতলেই শোনা যায় শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল, রাজ্য ও দেশের বহু জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে নাবালিকা বিয়ে দেওয়ার ঘটনার কথা।মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে মুর্শিদাবাদ জেলা থেকে এই সামাজিক ব্যাধিকে দূর করতে, শুধু তাই নয়, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলা গুলিকেও যাতে পথ দেখাতে পারে মুর্শিদাবাদ সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বাপুর উদ্যোগেপ্রতিটি স্তরের মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে এই বিরাট ৱ্যালির আয়োজন করা হয়। প্রশাসনিক আধিকারিক থেকে ছাত্র-ছাত্রী সমাজের সর্বস্তরের মানুষেরা এই রেলিতে অংশগ্রহণ করেন।DLSA Secretary অদিতি যোষ inauguration করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন CWC Member , NYK Coordinator And Anti Human Trafficking এর দীনবন্ধু সাহা মহাশয় ।
বহু স্বেচ্ছাসেবী সংগঠন , স্কুল ও সঙ্ঘ এর নেত্রী সংগঠন।