
“হেরে গেছি জিতে” যদি সত্যি চলে যাই এই পৃথিবী ছেড়ে …… তুমি ভেবোনা ফাঁকি দিয়েছি তোমায়….. মেঘহীন রাতে ছাদে এসে দাঁড়িও একা….. আমি খসে পড়া তারা হয়ে জানাবো আজও অপেক্ষায় আছি তোমার মহাকালের অনন্ত সীমায় …….ওই দূরে … বহু দূরে যেখানে আকাশ মিশেছে পৃথিবীর সাথে, ওই দিগন্তে পড়ন্ত বিকেলের গোধূলি আভায় একবার দেখো ? হয়তো ফেলে আসা স্মৃতি হয়ে আবার জন্ম নেবে একরাশ আশা, হয়তো বা, ভেসে যাওয়া মেঘ এক পশলা বৃষ্টি হয়ে আশীর্বাদ করে যাবে lওই দেখো দক্ষিনা বাতাস কানে কানে বলে গেলো…. ‘সে আর আসবে না…… আসবে না কোনো দিন ‘ lঅপেখ্যা কোরো না, স্মৃতি গুলো ফেলে এসো ওই গভীর খাঁদে, পিছন ফিরে দেখো না আর lউন্মুক্ত হয়ে স্নান কোরো ওই ঝর্ণার জলে, আত্মশুদ্বি করো, একবার লোক সমখ্যে চিৎকার করে বোলো …. ‘আমি জিতেছি, হেরে গেছো তুমি.. ‘আমি মুচকি হেসে বলবো, ‘ওরে, আমি যে হেরে গেছি জিতে ‘ l