

অতিমারি কোভিড ১৯(ওমিক্রণ) মোকাবিলায় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় শেখ আজগর আলী (পল্টু)(পৌর পরিষদ সদস্য,হলদিয়া পৌরসভা) ওনার উদ্যোগে ৩০০ সদস্য কে নিয়ে “কোভিড গ্রিন ভলেন্টিয়ার্স”(হলদিয়া ডিজাস্টার টিম) তৈরি করা হলো| আগামীকাল ০৬.০১.২০২১ এই মহতী কর্মকাণ্ডের শুভ সূচনা হলো|ব্যস্ততার কারণে আসতে না পারায় ফোনের মাধ্যমে শুভেচ্ছা ও কোভিড গ্রীন ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে কিছু বার্তা দিলেন মাননীয় সৌমেন কুমার মহাপাত্র (সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী,পশ্চিমবঙ্গ সরকার) মাননীয় বিপ্লব রায় চৌধুরী (বিধায়ক পূর্ব পাঁশকুড়া ও চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেস,তমলুক সাংগঠনিক জেলা)উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী সাধন চন্দ্র জানা(ভাইস-চেয়ারম্যান হলদিয়া উন্নয়ন পর্ষদ) মাননীয় গোপালচন্দ্র দাস (পৌর পরিষদ সদস্য,হলদিয়া পৌরসভা) অন্যান্য অতিথিবৃন্দ|
কর্মসূচিসমূহ———————–
১)ফ্রিতে এম্বুলেন্স পরিষেবা|২)ফ্রী অক্সিজেন সিলিন্ডার পরিষেবা|৩)স্যানিটাইজেশন করা|৫) কোভিড রোগীর পরিবার পরিজনদের পাশে থাকা|৬) কোভিড রোগীকে হাসপাতালে পৌঁছানো, হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছানো|৭)কোভিড রোগীকে খাওয়ার পৌঁছানো৮) কোভিড মৃত রোগীকে সৎকারের ব্যবস্থা করা|৯)মাক্স প্রদান|১০) সচেতনতা শিবির|
যোগাযোগ-9002621809 /9332897189 /8170054697 /9609294683 / 9832515677 /9733708626 / 9046308324 /7384784416 / 9609486209 /7699153061 / 7047174060