HomeNews121 বছরের রেকর্ড ভেঙে পরবে , পরবে প্রচন্ড গরম

121 বছরের রেকর্ড ভেঙে পরবে , পরবে প্রচন্ড গরম

spot_img
- Advertisement -

121 বছরের রেকর্ড ভেঙে পরবে , পরবে প্রচন্ড গরম । সারা বছর জুড়েই গরম তবে ভারতবর্ষকে ঝতু বৈচিত্র্য র দেশ বলা হতো । শীত , গ্রীষ্ম , বর্ষা , শরৎ , বসন্ত ও হেমন্ত কাল, তবে এখন বছরের বেশি র সময়েই দেখা যায় গ্রীষ্ম , বর্ষা এবং শীত তবে সারা বছর জুড়েই রয়েছে গরম এখন এই বছর অর্থাৎ 2022 তার সবথেকে বড়ো প্রমান। বিশেষজ্ঞরা বলছেন গত 21 বছরেও এতোটা গরম পরেনি যতোটা পরেছে এই বছর । বিশেষ করে মরু অঞ্চল গুলিতে লু বইছে মার্চ মাসে । Imd এর মতে দেখা গেছে গত 121 বছর এর মধ্যে এই বছর এই মাসে মাস এ গরমের প্রভাব সবথেকে বেশি 2022 এর মাচ মাসে সারাদেশ এর তাপমাত্রা স্বাভাবিক এর থেকে 1.86ডিগ্ৰি সেলসিয়াস ।সারা বছরই যে তাপমাত্রা র পরিবর্তন ঘটেছে তার প্রমাণ বারংবার দিয়েছে এই প্রকৃতি । বিভিন্ন রকম ঝড় যেমন আমফান , ইয়াস ইত্যাদি নানারকম ঝড়ের প্রভাবে প্রকৃতির বিভিন্ন রকম পরিবর্তন ঘটেছে সারাবছর কৃষি ক্ষেত্রের জমিতে অসময় বৃষ্টির ফলে চাষের জমিতে নৌনানারকম ক্ষতি হয়েছে । এবং যার ফলে নানারকম রোগের প্রাদভাব দেখা যাচ্ছে ‌ । জানা যাচ্ছে উওর পশ্চিম ভারতে আরও বেশী করে গরম পরবে যার ফলে কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা ‌। এবং এর জন্যে অনেকংশ এর প্রভাব আছে বিশবউষনায়ন ও ।যার ফলে পৃথিবী সহ একাংশ দেশ তথা রাজ্যে তাপমাত্রা র প্রভাব ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments