HomeCountryভারত টেকনোলজি এ স্কুল অফ ফার্মেসি কলেজ কর্তৃক ১২ ও ১৩ই...

ভারত টেকনোলজি এ স্কুল অফ ফার্মেসি কলেজ কর্তৃক ১২ ও ১৩ই অক্টোবর আয়োজিত হল ২ দিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স

spot_img
- Advertisement -

ভারত টেকনোলজি এ স্কুল অফ ফার্মেসি কলেজ কর্তৃক ১২ ও ১৩ই অক্টোবর আয়োজিত হল ২ দিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স “Healthcare : A Global Transformation from Traditional to Modern Era”। যেখানে সারা ভারত থেকে বিভিন্ন বিশিষ্ট বক্তা এসে বক্তব্য রাখেন। এখানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর (ড.) শৈলেন্দ্র সরফ (ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ – আহমেদাবাদ) এবং বিশেষ অতিথি ছিলেন শ্রী তপন কান্তি রুদ্র, আইএএস। এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে সম্মানিত করা হয় অধ্যাপক (ড.) স্বর্ণলতা সরফ (ডিরেক্টর, পন্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়, রায়পুর, ছত্তিশগড় এবং অধ্যাপক (ড.) শ্রীনিবাস নান্দুরীকে (ডিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, হায়দ্রাবাদ)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক (ড.) রিচা দয়ারামনি (অধ্যক্ষ এবং অধ্যাপক, সিলভার ওক ইনস্টিটিউট অফ ফার্মাসি অ্যান্ড রিসার্চ সিলভার ওক ইউনিভার্সিটি, আহমেদাবাদ), প্রফেসর (ড.) সি.এম. হোসেন (অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গ), অধ্যাপক (ড.) সন্ময় কর্মকার (ডিরেক্টর, Bioequivalence Study Centre, প্রাক্তন HOD, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগ, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা), এবং অধ্যাপক (ড.) সুগত ব্যানার্জি (ডিন আই/সি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা).
ভারতের বিভিন্ন নামীদামী ফার্মেসি কলেজ থেকে ১২০০ টিরও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগদান করে ছিলেন। দ্বিতীয় দিন আয়োজিত হয়েছিল পোস্টার অ্যান্ড ওড়াল প্রেজেন্টেশান কম্পিটিশন। সেখানে অংশগ্রহণ করে ৩৫০ এর ও বেশি ছাত্র ছাত্রী। তাদের লেখা ২৫০ টি abstract article নিয়ে তৈরি হয়েছিল abstract বুক যেটি প্রথম দিন উদ্বোধন করা হয়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments