HomeEntertainmenthi5 studio & fasion entertainment -এক বছরের পথ চলা অতিক্রম করলো।

hi5 studio & fasion entertainment -এক বছরের পথ চলা অতিক্রম করলো।

- Advertisement -


নিজস্ব সংবাদদাতা সম্পা :১৫ই জুলাই ঠিক একবছর আগে উল্টো রথে hi5 studio & fasion এন্টারটেইনমেন্ট ষ্টুডিও ওপেন করেছিলো -এর কর্ণধার প্রীতি জৈন।প্রীতি জৈন দীর্ঘদিন ফ্যাশন জগতে সুনামের সাথে অনেক ফ্যাশনশো তে অংশগ্রহণ করেছেন মডেল হিসেবে, এছাড়াও তিনি “pj entertainment”-এর ব্যানারা অনেক ফ্যাশন শো আয়োজন করেছেন যেখানে ১০০ জনের ওপরে মডেলরা রাম্পে হেঁটেছেন অনেক সেলেব্রেটিরাও এসেছিলেন তাঁর শো’তে। এরা বছরে প্রচুর ফ্যাশন শো আয়োজন করেন । এছাড়াও hi5 studio & fasion এন্টারটেইনমেন্ট বাংলা শর্ট ফিল্ম,গানের অ্যালবাম, টেলিফিল্ম করে থাকেন । hi5 studio & fasion entertainment-এর সাথে যেসব ছেলেমেয়ারা যুক্ত তাঁরা অনেকেই বাংলা সিরিয়ালে কাজ করে, বাংলা সিনেমা, এবং সাউথের সিনেমাতেও অনেক ছেলেমেয়ে কাজ করেছেন, নতুন মুখ,ছেলেমেয়ে সুযোগ পেয়েছেন ‘hi5 studio & fasion entertainment’-এর মাধ্যমে।ভবিষ্যতে অনেক আকর্ষণীয় কাজ আনতে চলেছে hi5 studio & fasion এন্টারটেইনমেন্ট, যেখানে পুরোনো মডেল, অভিনেতা-অভিনেত্রী ছাড়াও নতুনদেরও সুযোগ দেবে।প্রীতি জৈন সবাই কে স্বাগত করেছে, এবং সঠিক ভাবে তাঁদের যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার গড়তে পাশে থাকবেন এবং চেলেমেয়েদের তৈরি করে দেবেন।
১৫ই জুলাই hi5-এর কর্ণধার প্রীতি জৈন যার আজ জন্মদিন।
hi5 studio & fasion entertainment, ডানলপ সোনালী হলের ঠিক পাশেই, বরাহনগর মেট্রো থেকে ২মিনিটের ব্যাবধান ‘hi5 studio & fasion entertainment’ অবস্থিত।
যোগাযোগ নং -7980040439

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

AI Calculator

Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


This will close in 20 seconds