নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): বিগত ১০ বছর যা হয়েছে সেটি ছিল ট্রেলার! এবার শুরু হবে আসল ছবি।’ সরকার গঠনের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নরেন্দ্র মোদীর। তাহলে কি সরকার গঠনের পর বড় কোনও সিদ্ধান্ত নেবেন নমো! আসল ছবি শুরু করার অর্থ ঠিক কী? এমনিতেই পরনির্ভর সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি?
অবসর নেবেন প্রধানমন্ত্রী?
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা, ‘আসল ছবি’ শুরু করার মধ্য দিয়ে মোদী কি তার দলকেই ঘুরপথে বার্তা দিতে চেয়েছেন? এমনিতেই আগামী বছর ৭৫ বছর পূর্ণ করবেন। ৭৫-এর পর রাজনীতি না পছন্দ বিজেপির। তাহলে, বয়সের কারণে কি আগামী বছর প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেবেন মোদী? যদি মোদী অবসর নেন, তাহলে মোদীর পর কে? দেশের পরবর্তী প্রধানমন্ত্রী অমিত শাহ নাকি যোগী আদিত্যনাথ? নাকি, ২০২৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থেকে যাবেন নমো? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা!
মোদীর মন্তব্যে জল্পনা
এবার সেই জল্পনায় জল ঢেলে শুক্রবার মোদীর বলেই বসলেন, ‘আগামী ১০ বছর এনডিএ জোট সরকার বিকশিত ভারত নির্মাণে কাজ চালিয়ে যাবে।’ এখানেই থামেননি নমো। বলেন, ‘ভালো করে সবাই শুনুন, আমি ১০ বছর দায়িত্ব দিয়ে বলছি এ কথা।’ স্বাভাবিকভাবেই নমোর এই মন্তব্য ঘিরে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।
২০৩৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নমো?
তাহলে কি ৭৫ বছরের পরও রাজনীতিতে থেকে যেতে চান নমো? আরও ১০ বছর মানে ২০৩৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থেকে যেতে চান নরেন্দ্র মোদী? তাহলে কি বিজেপির নিজস্ব বসয়সীমা নীতি ভাঙতে চাইছেন তিনি? বয়সের ঊর্ধ্বসীমা দেখিয়ে লালকৃষ্ণ আডবানিকে দলীয় রাজনীতি থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার পর, এখন কেন মোদী অবসর নেবেন না? শুক্রবার অবশ্য এনডিএ জোটের জয়গান গাওয়ার পরও মোদী পরোক্ষে দলের বিরুদ্ধে যে মন্তব্য করলেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা!
কতটা চাপে থাকবেন মোদী?
কিন্তু দলকে না হয় বার্তা দিলে মোদী। কিন্তু, শরিকদের কাছে কতটা চাপে থাকতে হবে নমোকে? ভোটের ফলাফল বলছে, লোকসভায় শক্তিবৃদ্ধি করেছে শিবরাজ সিং চৌহান। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে উপেক্ষা করে এবার ভোটে গিয়েছিল বিজেপি। তার ফলাফল হিসেবে রাজস্থানে মুখ পুড়েছে বিজেপির।
ঘরে-বাইরে চাপে মোদী!
ফলে, এবারের সরকারে বাড়তে চলেছে বসুন্ধরার গুরুত্ব। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে, আগামী দিনে এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদী শরিকদের চাপে থাকবেন। এবার ফলাফলের পর যেভাবে রাজনাথ সিং, নীতিন গাদকারির গুরুত্ব ও সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাতে আর দলের অন্দরেও এরা বাড়াতে পারেন চাপ। একই সঙ্গে চাপ বাড়াতে পারেন শিবরাজ সিং চৌহান ও বসুন্ধরা রাজে সিন্ধিয়ারা। এবার, সংসদে শক্তি বাড়িয়েছে বিরোধীরা। সুতরাং ঘরে হোক কিংবা বাইরে, আগামী ৫ বছর চাপেই থাকতে হবে মোদীকে।