ইউক্রেন থেকে রবিবার রাতে সোনারপুরে ফিরল তিন ডাক্তারি ছাত্র। সৌমদ্বীপ সিনহা, সব্যসাচী মৌলিক ও সম্রাট মৌলিক। সৌমদ্বীপ ও সব্যসাচী ফোর্থ ইয়ারের স্টুডেন্ট অন্যদিকে সম্রাটের ফাইনাল ইয়ার চলছিল। বেশ খানিকটা পথ তাদের পায়ে হেঁটে, বাসে ও ট্রেনে করে আসতে হয়। তিনজনেই KYIV MEDICAL UNIVERSITY এর ছাত্র। বাড়ি ফিরতে পেরে খুশি তিনজনেই। তবে নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত সকলেই।