কাঁথি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের প্রার্থী, জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরির ওপর শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় বাহিনীর নক্কারজনক আক্রমনের পরে আহত প্রার্থীকে নিয়ে মহকুমা হাসপাতাল ও থানায় উত্তর কাঁথি বিধানসভার কো-অর্ডিনেটর তরুন কুমার জানা ও অগনিত সমর্থক।হুঁশিয়ার মিরজাফর!!!