নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের মোদি সরকার গুগল ক্রোম ব্রাউজার নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। বলা হয়েছে, এতদিন পর্যন্ত গুগল ক্রোম ব্যবহারকারিদের ফোন বা ডেস্কটপ হ্যাক করার ক্ষমতা রাখত হ্যাকাররা। সেই ফাঁকটা ক্রোম ব্রাউজারের মধ্যে ছিল। এটি ধরা পড়েছে ক্রোমের সর্বশেষ আপডেট করতে গিয়ে। তাই তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সংস্থা সিইআরটি-ইন অতি শীঘ্রই সবাইকে ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে।CERT-In জানিয়েছে, ওই রিমোট অ্যাটাকাররা প্রথমে একটি নির্দিষ্ট সিস্টেমকে টার্গেট করছে। তারপর তাকে হ্যাক করার জন্য তৈরি হচ্ছে স্পেশ্যাল ডকুমেন্ট। কোনওভাবে হ্যাকারদের ফাঁদে যদি ইউজাররা পা দিয়ে ফেলেন, তাহলেই বিপত্তি। হয়তো ইউজাররা নিজের অজান্তেই হ্যাকদের তৈরি নানা জালে জড়িয়ে পড়বেন। আর তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। তাই সুরক্ষার খাতিরে নতুন গুগল ক্রোম ভার্সানে পিসি বা ডেস্কটপ ব্রাউজার আপডেট করা প্রয়োজন।উল্লেখ্য, সম্প্রতি একটি ব্লগে গুগল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তাঁদের ব্রাউজার গুগল ক্রোমে যে সুরক্ষায় ঘাটতি হয়েছে, সেই ব্যাপারটা কয়েকদিন আগেই তাঁদের নজরে এসেছিল। এরপরই আপডেট করা হয় ব্রাউজারের ভার্সান। গুগলের তরফের জানানো হয়েছে নতুন ক্রোম ভার্সানে গুগল ব্রাউজার আপডেট করা হলে সুরক্ষিত থাকবেন ইউজাররা। নিরাপদে থাকবে তাঁদের ব্যক্তিগত তথ্যও।