
চীনে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সেই কারণে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই লকডাউন ডাকা হয়েছে। করোনা সংক্রমণ আটকাতে লকডাউন এর পথে চীন।পৃথিবীর অন্যতম ব্যস্ততম শহর সাংহাইতে লকডাউন ডাকা হয়েছে। এই শহরে মোট 26 মিলিয়ন লোকের বাস। সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। সরকার থেকে জানানো হয়েছে খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে না বের হতে। একেবারে শুনশান রাস্তা ঘাট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অনেকেই সাংহাইয়ের শুনশান রাস্তাঘাট দেখে জনবহুল শহরকে ভুতুড়ে শহর বলে আখ্যা দিয়েছেন।