তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দূর্গাউৎসব এবারের থিম ‘ছৌ নাচ ‘।
নিজস্ব সংবাদদাতা সম্পা :পশ্চিমপল্লী সার্বজনীন পূজা উদ্যোক্তরা পুজোর থিম হিসেবে প্রতি বছর হারিয়ে যাওয়া লৌকিক শিল্প কে তুলে ধরে। এবারো তার ব্যতিক্রম হয়নি।এবছর তারাপুকুর পশ্চিমপল্লী দূর্গা পুজোর থিম ‘ছৌ নাচ’।থিমের মাধ্যমে তুলে ধরেছেন পুরুলিয়া বাসীদের জীবন -যাত্রা এবং ‘ছৌ নাচ’ জীবিকা-নির্বাহ।এখানে আদিবাসী যুদ্ধনৃত্য এবং পুরুলিয়া ‘ছৌ নাচ’-এর সমস্ত চিত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন। এই পান্ডেলে এলে পুরুলিয়ে থেকে আগত শিল্পীদের ‘ছৌ নাচ’ উপভোগ করতে পারবেন প্রত্যক্ষ ভাবে।
ছৌ নাচ একপ্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য। এই নাচ ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়, উৎপত্তিস্থল পুরুলিয়া জেলায় । উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে। যথা– পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ। শিল্পী -তন্ময় হাজরা।
পুজোর কটা দিন প্যান্ডেলে থাকছেন পঞ্চমীতে থাকছেন সিধু এবং অপরাজিতা আঢ্য,ষষ্ঠীতে থাকছেন দেবারতি দাসগুপ্ত সরকার ম্যাক এবং আরজে রয়।সপ্তমী তে থাকছেন বিনোদ রাঠোর অষ্টমী তে থাকছেন উষা কৌশিক, নবমী তে থাকছেন মির এবং ব্যান্ডেজ ।