
বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের যাতে একঘেয়েমি না চলে আসে তার জন্যই এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ প্রতিটি স্কুলে গানের ক্লাস করানো বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার থেকে প্রতি সপ্তাহে একদিন গানের ক্লাস করাতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ প্রতিটি স্কুলে মাসে অন্ততপক্ষে চারদিন পড়ুয়াদের গানের ক্লাসে গান শেখাতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।