নদীয়া চাকদহ থানার মদনপুর এক নং গ্রাম পঞ্চায়েতের ভাগিরতি শিল্পা শ্রমের পাশে পানীয় জলের দাবিতে রাস্তায় অবরোধ করলে স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘ আধঘন্টা তারা বন্ধ রাখে সমস্ত রকম চলাচল, ঘটনাস্থলে চাকদা থানার প্রশাসন পৌঁছানোর পর পঞ্চায়েতের সাথে কথা বলে উত্তেজিত গ্রামবাসীকে আগামীতে তাদের দাবি সফল হওয়ার আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।