নিজস্ব সংবাদদাতা (সুস্মিতা):ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের পরেই গোটা দেশজুড়ে নাইট কারফিউ জারি হতে পারে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।বিশ্বজুড়ে যেভাবে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে, তাতে উদ্বেগ বাড়ছে বই কমছে না। প্রত্যেকটি দেশেই জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখা এই সময় খুবই প্রয়োজন।তিনি জানিয়েছেন, এ নিয়ে কেন্দ্র সম্প্রতি একটি চিঠি দিয়েছে। যেখানে নাইট কারফিউ, বৃহৎ জমায়েতে নিয়ন্ত্রণ, এবং গণপরিবহন নিয়ন্ত্রণের মত বেশ কয়েকটি নিয়ন্ত্রণ ব্যবস্থার তালিকা দেওয়া হয়েছে।