![](https://www.newsbharat24hrs.com/wp-content/uploads/2022/10/IMG-20221002-WA0001-973x1024.jpg)
সংবাদ।———-ভারতের সর্বপ্রথম কোভিড সেবাযোদ্ধা পথ মূকাভিনয় শিল্পী হিসাবে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সুজিত কুমার দাস দক্ষিন কোলকাতার গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে জে কে সিমেন্ট কোম্পানির ‘অন্তর থেকে সুন্দর সম্মান-2022’ প্রাপ্ত হলেন। এই অনুষ্ঠানে সমাজের দশজন বিশিষ্ট ব্যক্তিগণ সম্বর্ধিত হয়েছেন। উল্লেখ থাকে যে, কোভিড উদ্বেগজনক পরিস্থিতিতে লকডাউনের সময় সুজিত কুমার দাস পথে পথে ‘করোনা চেতনা’ শীর্ষক মূকাভিনয়, গান, কবিতা, নাটক প্রস্তুত করে জনসাধারণ কে সচেতন ও আশ্বস্ত করবার একটি অভিনব ও অসাধারণ কর্মকাণ্ড সংগঠিত করেছিলেন। জে কে সিমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট হরদীপ সিং সুজিত কুমার দাস কে শাল গায়ে পরিয়ে বরণ করে নিয়ে তার হাতে স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।