HomeSouth 24 Parganasশিক্ষা সেমিনার -"জাতীয় শিক্ষানীতি ২০২০" এবং ১৫তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহাকুমা সম্মেলন।

শিক্ষা সেমিনার -“জাতীয় শিক্ষানীতি ২০২০” এবং ১৫তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহাকুমা সম্মেলন।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা :৩ সেপ্টেম্বরে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ-বিদ্যালয়ে ১৫ তম দ্বিবার্ষিক কাকদ্বীপ মহাকুমা সম্মেলন হলো শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে।পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি অনুষ্ঠান আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনা জেলা, শিক্ষক ভবন-ডায়মন্ড হারবার। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি জাতীয়তাবাদী অরাজনৈতিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি সম্মিলিত মিলন মঞ্চ।এদিন শিক্ষকদের সম্মান প্রদান করেছেন এবং শিক্ষকরা ২০২০ র জাতীয় শিক্ষা নীতি নিয়ে নানান তথ্যমূলক বক্তব্য রেখেছেন।যেসব ছাত্র-ছাত্রীরা জেলা এবং রাজ্য স্তরে ১ থেকে ১০-এর মধ্যে রেজাল্ট করেছে তাঁদের সংবর্ধনার ব্যবস্থা নেওয়া হয়েছিল।এছাড়া ছাত্রীরা গান বাজনা র মত মনোরঞ্জন মূলক আয়োজন করেছেন।

প্রধান উদ্বোধক ঝন্টু প্রসাদ মন্ডল, স্বাগত ভাষণ অভিজিৎ ভূঞ্চ্যা, অধ্যাপক সুবীর সেন, সাধারণ সম্পাদক তপন কুমার রায় ও মিলন চক্রবর্তী, অধ্যাপক ডঃবিষ্ণুপদ নন্দ, প্রাক্তন যুগ্ম শিক্ষা অধিকর্তা মানিক চন্দ্র দোলুই, প্রাক্তন উপ শিক্ষা অধিকর্তা দিব্য গোপাল ঘটক, বংশীবদন চট্টোপাধ্যায়, সুখদেব বেরা জাতীয়তাবাদী নেতা এবং অন্যান্য জাতীয়তাবাদী রাজ্য ও নেতৃত্ববৃন্দ।নেতৃত্ব করেছেন সেক আব্দুল মালেক।

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments