বেহালাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, বাংলার বিখ্যাত সব খাবার এবং কেনাকাটার সুযোগ আপনার দোরগোড়ায়।ঘরের কাছেই পেয়ে যাবেন জিভে-জল-এনে-দেওয়া সব খাবার। দাদা বৌদির বিরিয়ানি খেতে সুদূর ব্যারাকপুরে যেতে হবে না,ঠিকই শুনেছেন,”রূপকথার হাট” আয়োজন করতে চলেছে “ফ্যাশন এবং ফুড প্রদর্শনী “।
বেহালার চন্ডী মেলা প্রাঙ্গনে প্রদর্শনী শুরু হবে ৪ঠা এপ্রিল চলবে ৭ই এপ্রিল প্রযন্ত । প্রবেশ করতে পারবেন দুপুর ১ টা থেকে রাত ৯:৩০ । মুখরোচক খাবার থেকে শুরু করে জুয়েলারি, ডায়মন্ড, শাড়ি সহ আরো বিভিন্ন রকম সম্ভার নিয়ে ৬৭ টা স্টল থাকবে এই এক্সিবিশনে।থাকবে বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক মিষ্টি,কুলপি সুলফি, তুর্কি আইসক্রিম, ওক চাইনিজ,ফুচকা ম্যান,লেবানিজ খাবার,কোরিয়ান খাবার, চাইনিজ খাবার, ইন্ডিয়ান খাবারের সম্ভার পাবেন একই জায়গায়।থাকছে নারায়না হসপিটাল, আইডিএফসি ব্যাংক, বাইক কিনতে চাইলে আর দেরি নয়,রয়্যাল এনফিল্ড-এর স্টল ও থাকছে এখানে।
এই চারদিনে কেনাকাটা খাওয়া-দাওয়ার সাথে সাথে ইন্ডিয়ান আইডলের শিল্পীদের গানও শুনতে পাবেন এছাড়াও থাকছে ব্যান্ডের সঙ্গীত শিল্পীরা।
যোগাযোগ করতে পারেন – 79805 81253
/79809 01113