HomeKolkataশিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের আন্তর্জাতিক জ্যোতিষ মহাসম্মেলন ২০২৪।

শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের আন্তর্জাতিক জ্যোতিষ মহাসম্মেলন ২০২৪।

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা :কলকাতা টালা পার্কে মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র বাস্তু মহাসম্মেলন। এই সম্মেলনে জ্যোতিষ, তন্ত্র,বাস্তু, নিউমেরোলজি এসব নিয়ে আলোচনা ছিলো।
আয়োজক:শিবালয় ট্রাস্ট
ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সহ বিভিন্ন দেশ থেকে শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন জ্যোতিষরা এই মহাসম্মেলনে উপস্থিত ছিলেন যেখানে নবীন এবং প্রবীণদের মেলবন্ধন ঘটেছে।উপস্থিত ছিলেন বিনয় মহারাজ, শ্রী ব্রহ্মানন্দ,অনিমেষ শাস্ত্রী, অভিজ্ঞান আচার্য, দেবাশীষ গোস্বামী, জয়ন্ত গোস্বামী, জুয়েল আচার্য।
শ্রী ব্রহ্মানন্দ বলেন, জ্যোতিষদের কাছে মানুষ বিভিন্ন অসুবিধায় পরলে আসে।ব্যক্তিগত জীবন, সামাজিক বা কর্মক্ষেত্রর সমস্যা এসব বিষয়গুলিতে প্রকৃত মার্গ-দর্শন করা পথ দেখানোই আমাদের প্রধান কাজ, তারপরের কাজ প্রতিকার।এই প্রতিকার, জ্যোতিষ বিষয়ক প্রতিকার বা কিছু কিছু সময় তান্ত্রিক পূজা পাঠ যার যেরকম দরকার হয় তা দিয়ে প্রতিকার করানো হয়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments