HomeOther*সকল জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘অভিষেক, সেই আনন্দে...

*সকল জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘অভিষেক, সেই আনন্দে ডায়মন্ড হারবার সরিষাতে যুব কমিটির পক্ষ থেকে আবির খেলায় মেতে উঠলেন তারই অনুগামীরা*

spot_img
- Advertisement -
https://youtu.be/G9swmUBPvTs

ডায়মন্ড হারবার:সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন সেই অভিষেক বনন্দ্যোপাধ্যায়৷ সেই আনন্দে সম্প্রীতি ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সরিষা তৃনমূল যুব কমিটির পক্ষ থেকে মিষ্টি মুখ করে,আবির খেলায় মেতে উঠলেন। এক ব্যাক্তি এক পদ নীতির সপক্ষে প্রকাশ্যেই সওয়াল করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ I এ নিয়ে তুমুল জলঘোলা হয় এরপর কানাঘুষো শোনা যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চলেছেন অভিষেক। কিন্তু সম্প্রীতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে সব জল্পনার অবসান ঘটল,বহাল রইলেন অভিষেকই।কিছু দিনের ব্যবধানে তাঁর পুরনো পদেই ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নতুন ওয়ার্কিং কমিটিতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব তাঁকেই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাৎপর্যপূর্ণ হল, খুব স্বাভাবিক নিয়মে আর পাঁচ জনের মতো যখন অভিষেকের পদ চলে যায়, তখন দলের মধ্যে ও রাজনৈতিক মহলে এক শ্রেণির মধ্যে যুদ্ধজয়ের আনন্দ ছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হল শুধু তাই নয়, জাতীয় স্তরে সাধারণ সম্পাদকের পদ আর কাউকে দেওয়া হল না। অর্থাৎ ওই পদে অদ্বিতীয় থাকলেন অভিষেক। ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সরিষা তৃনমূল যুব কমিটির পক্ষ থেকে বলেন

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments